জীবনানন্দ দাশঃজন্ম(১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯)
মৃত্যু(২২ অক্টোবর, ১৯৫৪)
তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম।সম্ভবত মা কুসুমকুমারী দাশের প্রভাবেই ছেলেবেলায় পদ্য লিখতে শুরু করেন তিনি। ১৯১৯ সালে তার লেখা বর্ষা আবাহন কবিতা প্রকাশিত হয়। এটিই তার প্রথম প্রকাশিত কবিতা।
এছাড়াও তার সাহিত্যকর্মগুলো হলো>>
কাব্যগ্রন্থঃ
- জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা
- বনলতা সেন
- মহাপৃথিবী
- সাতটি তারার তিমির
- ধূসর পাণ্ডুলিপি
- ঝরা পালক
- রূপসী বাংলা
- ধূসর পাণ্ডুলিপি
- কৃষ্ণাদশমী
- জীবনানন্দ দাশের কাব্যসংগ্রহ
- বেলা অবেলা কালবেলা
কথাসাহিত্যঃ
প্রকাশিত উপন্যাস>>
- মাল্যবান
- সুতীর্থ
- সফলতা-নিষ্ফলতা
- জলপাইহাটি
- বাসমতীর উপাখ্যান
- বিভা
- নিরুপম যাত্রা
- জীবনপ্রণালী
- প্রেতিনীর রূপকথা
- করুবাসনা
- পূর্ণিমা
গল্পঃ
- জীবনানন্দ দাশের গল্প
- জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প
প্রবন্ধঃ
- সমালোচনা সমগ্র
- কবিতার কথা
পত্রসংকলনঃ
- জীবনানন্দ দাশের পত্রাবলি
অন্যান্যঃ
- জীবনানন্দ সমগ্র
তথ্যসংগ্রহঃউইকিপিডিয়া(আংশিক)


Post a Comment