যে ৫ টি বিষয় অবশ্যই বিসিএস পরিক্ষার্থীদের মাথায় রাখতে হবে!
- বিসিএসের সাফল্য অনেকটা নির্ভর করে বাংলা সাহিত্য ও ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ ও অনুবাদ, গণিত ও মানসিক দক্ষতা, বিজ্ঞান ও কম্পিউটার, সংবিধান ও মুক্তিযুদ্ধ এবং চলমান প্রধান আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বন্দ্বের পরিষ্কার ধারণার ওপর। এগুলোর কোনোটাতে দুর্বলতা থাকলে অবশ্যই তা দূর করতে হবে।
- বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় যে বিষয়টি আপনাকে এগিয়ে দেবে সেটা হলো গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের জ্ঞান। সেগুলো একত্র করে নোট রাখার অভ্যাস গড়ে তুলতে হবে এবং কোনো তথ্য পরিবর্তিত হলে সেটাকে হালনাগাদ করতে হবে।
- বিসিএসের প্রস্তুতি মানে সারা দিন বিসিএসের বইয়ে মুখ গুঁজে রাখা নয়। নিয়মিত খবর দেখা, পত্রিকা পড়া, খেলা দেখা, গান শোনা, কবিতা পড়া, গল্প-উপন্যাস পড়া, আড্ডা দেওয়া, ভালো ইংরেজি ও বাংলা সিনেমা দেখা, দর্শনীয় স্থানে কিংবা নিজের এলাকায় বেড়ানো—এসবও কিন্তু পরোক্ষভাবে একজন ক্যাডার হিসেবে আপনাকে গড়ে তুলবে। আপনি আপনার এলাকা সম্পর্কে ভালোভাবে জানেন কি না, দেশের উল্লেখযোগ্য নিদর্শনগুলো দেখেছেন কি না, মুক্তিযুদ্ধভিত্তিক কিংবা বিখ্যাত বই-নাটক-সিনেমা সম্পর্কে অবগত আছেন কি না—ভাইবাতে কিন্তু এসবও দেখা হয়।
- নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জেনে সে অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে এবং তার সঠিক বাস্তবায়ন করতে হবে। যা পড়ছি, সেটা কোনো রকমে না পড়ে গভীরে গিয়ে বুঝে বুঝে পড়তে হবে। প্রয়োজনে যা পড়লাম, তা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করতে হবে। আর অবশ্যই ইংরেজিতে লেখার এবং কথা বলার দক্ষতা অর্জন করতে হবে।
- যেকোনো পরীক্ষার ক্ষেত্রেই সিলেবাস এবং আগের বছরের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকা জরুরি। বিসিএসও ব্যতিক্রম নয়। প্রস্তুতি গ্রহণের আগে অবশ্যই সিলেবাসের কোন কোন বিষয় থেকে এর আগে প্রশ্ন এসেছে, সেগুলো চিহ্নিত করতে হবে। এতে সহজেই বুঝতে পারবেন, কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেওয়া জরুরি। খেয়াল করে দেখবেন, কিছু বিষয় থেকে নিয়মিতই প্রশ্ন আসে। আবার কিছু বিষয় থেকে খুব বেশি প্রশ্ন আসে না। যেসব বিষয় থেকে প্রশ্ন কম হয়, সেগুলোর পেছনে বেশি সময় নষ্ট করবেন না।
- লাল নীল দীপাবলি-হুমায়ুন আজা
- বাংলা কোষ-জুয়েল কিবরিয়া
- কতো নদী সরোবর -হুমায়ুন আজাদ
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা -সৌমিত্র শেখর
- অগ্রদূত বাংলা- মফিজুল ইসলাম মিলন
- বাংলা ১ম ও ২য় পত্র- নবম-দশম শ্রেণী
- ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ
- শীকর বাংলা ভাষা ও সাহিত্য -মোহসিনা নাজিলা
- বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম
- বাংলা সাহিত্য- বাংলাপিডিয়া
ইংরেজি বইয়ের নাম এর লিস্টঃ
- English for Competitive এক্সাম- Proffesor’s Publication
- Saifur’s Student Vocabulary -Saifur’s Publication
- Common Mistakes in English- T. J. Fitikides
- ইংরেজী বিসিএস প্রিলিমিনারী- প্রফেসরস বা ওরাকল সিরিজ
- Saifur’s IELTS Writing- Saifur’s Publication
- ইংরেজী ব্যকরণ- পিসি দাস/ জাকির হোসেন
- Word Smart -JM Abdullah
- অক্সফোর্ড এডভান্সড লার্নার ইংলিশ গ্রামার- Chowdhury and Hossain
- A Passage to the English Language -S.M. Zakir Hossain
- Master English Grammer- Jahangir Alam
গণিত বইয়ের নাম এর লিস্টঃ
- সাধারণ গণিত -ষষ্ঠ-দশম শ্রেণী
- উচ্চতর গণিত -একাদশ-দ্বাদশ শ্রেণী
- গণিত স্পেশাল -প্রফেসর প্রকাশনী
- খাইরুল বেসিক ম্যাথ -খাইরুল ইসলাম
- মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বিষয়ক যেকোন বই
বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি বই এর লিস্টঃ
- বিসিএস বিজ্ঞান সমগ্র MP3 সিরিজ
- সাধারণ বিজ্ঞান -অষ্টম ও নবম-দশম শ্রেণী
- পদার্থবিজ্ঞান- নবম-দশম শ্রেণী
- রসায়ন বিজ্ঞান ও জীব বিজ্ঞান -নবম-দশম শ্রেণী
- দৈনন্দিন বিজ্ঞান -ডা. জামিল
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি -নবম-দশম শ্রেণি
- উচ্চ মাধ্যমিক কম্পিউটার (১ম ও ২য় পত্র)
সাধারণ জ্ঞান এর বইয়ের নাম এর লিস্টঃ
- ইতিহাস - নবম-দশম শ্রেণী
- ভূগোল - নবম-দশম শ্রেণী
- পৌরনীতি - নবম-দশম শ্রেণী
- বাংলাদেশ বিষয়াবলী - আব্দুল হাই পিডিএফ লিংক
- সাধারণ জ্ঞান - MP3 সিরিজ, প্রফেসর’স, ওরাকল
- বিসিএস স্পেশাল ম্যাপ
- সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি
- অর্থনৈতিক সমীক্ষা
- মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স


Post a Comment