রবীন্দ্রনাথ ঠাকুরঃজন্ম( ৭ মে, ১৮৬১)
মৃত্যু (৭ অগস্ট, ১৯৪১)
কাব্য, উপন্যাস, ছোটোগল্প, নাট্যসাহিত্য, প্রবন্ধ, চিত্রকলা ও সঙ্গীত সব সৃষ্টিকর্ম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের।
উপন্যাসঃরবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বাংলা ভাষায় তার অন্যতম জনপ্রিয় সাহিত্যকর্ম।উল্লেখযোগ্য হল:চোখের বালি,গোরা,ঘরে বাইরে,শেষের কবিতা,চার অধ্যায় ইত্যাদি।
বৌ-ঠাকুরাণীর হাট:রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস। যশোরের রাজা প্রতাপাদিত্য ও বাকলার জমিদার রামচন্দ্রের বিবাদকে উপজীব্য করে রচিত ঐতিহাসিক উপন্যাস। ১৩১৬ বঙ্গাব্দে বৌ-ঠাকুরাণীর হাট অবলম্বনে রচিত হয় রবীন্দ্রনাথের প্রায়শ্চিত্ত নাটকটি। প্রায়শ্চিত্ত ১৩৩৬ বঙ্গাব্দে পুনর্লিখিত হয়ে পরিত্রাণ নামে মুদ্রিত হয়।
- চোখের বালিঃসামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস। রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস
- নৌকাডুবিঃসামাজিক উপন্যাস। ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- প্রজাপতির নির্বন্ধঃহাস্যরসাত্মক উপন্যাস। ১৩১১ বঙ্গাব্দে রবীন্দ্র-গ্রন্থাবলী ('হিতবাদীর উপহার') সংকলনে চিরকুমার সভা নামে প্রকাশিত হয়।
- গোরাঃমহাকাব্যিক উপন্যাস। রবীন্দ্রনাথের দীর্ঘতম উপন্যাস।
- ঘরে বাইরেঃরাজনৈতিক উপন্যাস। চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস।
- চতুরঙ্গঃসামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস। সাধুভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলে বিবেচিত হয়।
- শেষের কবিতাঃরোম্যান্টিক-মনস্তাত্ত্বিক কাব্যিক উপন্যাস। রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- চার অধ্যায়ঃরাজনৈতিক উপন্যাস। এই উপন্যাসে রবীন্দ্রনাথ সশস্ত্র বিপ্লববাদের বিরুদ্ধে বিতৃষ্ণা প্রকাশ করায় বিতর্কের সৃষ্টি হয়
ছোট গল্পঃ
- অতিথি
- প্রতিহিংসা
- মানবঞ্জন
- দিদি
- আপদ
- নিশীথে
- বিচারক
- প্রায়শ্চিত
- অনধিকার প্রবেশ
- খাতা
- সমস্যাপূরণ
- একটি ক্ষুদ্র পুরাতন গল্প
- পোস্টমাস্টার
- গিন্নি
- ডিটেকটিভ
- রাজটিকা
- সদর ও অন্দর
- শুভদৃষ্টি
- হালদার গোষ্ঠী
- হৈমন্তী
- পাত্র ও পাত্রী
- মাল্যদান
- ভাইফোটা
- তপস্বনী
- অপরিচিতা
- নামঞ্জুর গল্প
- বলাই
- চিত্রকর
- প্রগতিসংহার
- শেষ পুরস্কার
- দিদি
- দুর্বুদ্ধি
- পণরক্ষা
- ল্যাবরেটরী
- যজ্ঞেশ্বরের যজ্ঞ
- চোরাই ধন
কবিতাঃ
- মহুয়া
- সোনার তরী
- চিত্রা
- কল্পনা
- পুনশ্চ
- সেঁজুতি
- ভগ্নহৃদয়
- পূরবী
- গীতাঞ্জলি
- বলাকা
- প্রকৃতির প্রতিশোধ
- শেষ বর্ষণ
- বিসর্জন
- পরিত্রাণ
- বৈকু্ন্ঠের খাতা
- বাঁশরি
- হাস্যকৌতুক
- ব্যঙ্গকৌতুক
- শারদোৎসব
- চিরকুমার সভা
- গৃহপ্রবেশ
- শেষ রক্ষা
- শাপমোচন
- শ্যামা
- নলিনী
- গোড়ায় গলদ
- মালিনী
- মুকুট
- অরূপরতন
- চন্ডালিকা
- ডাকঘর
- তাসের দেশ
- চন্ডালিকা
- অচলায়তন
- রাজা
- মায়ার খেলা
- বাল্মীকিপ্রতিভা
- চিত্রাঙ্গদা
- রুদ্রচন্ড
প্রবন্ধ সমূহঃ
- বিবেচনা ও অবিবেচনা
- কালান্তর
- লোকহিত
- লড়াইয়ের মূল
- কর্তার ইচ্ছায় কর্ম
- স্বামী শ্রদ্ধানন্দ
- রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত
- হিজলী ও চট্টগ্রাম
- প্রচলিত দণ্ডবিধি
- নারী
- কন্গ্রেস
- দেশনায়ক
- মহাজাতি-সদন
- প্রলয়ের সৃষ্টি
- আরোগ্য
- সভ্যতার সংকট
- মানুষের ধর্ম
- পঞ্চভুত
- হিন্দু মুসলমান
- রায়তের কথা
- শূদ্র ধর্ম
- স্বরাজ সাধন
- চরকা
- সত্যের আহবান
- শিক্ষার মিলন
- নবযুগ
- বৃহত্তর ভারত
জীবনীমূলকঃ
- জীবনস্মৃতি
- চরিত্রপূজা
পত্র-সাহিত্যঃ
- ছিন্নপত্র
(বিশেষ দ্রষ্টব্যঃ-এই এখানে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয় নি)
(তথ্য সংগ্রহ ঃউইকিপিডিয়া)


Post a Comment