কারক শব্দটির অর্থ হলো- যা ক্রিয়া সম্পাদন করে।
কারক ছয় প্রকার:
- কর্তৃকারক
- কর্ম কারক
- করণ কারক
- সম্প্রদান কারক
- অপাদান কারক এবং
- অধিকরণ কারক।
দানবীর রাজা হর্ষবর্ধন প্রয়াগের মেলায় রাজভাণ্ডার থেকে স্বহস্তে দরিদ্র প্রজাদের অর্থসম্পদ বিতরণ করতেন।
এখানে-
১. দানবীর রাজা হর্ষবর্ধন - ক্রিয়ার সাথে কর্তৃসম্বন্ধ
২. অর্থসম্পদ - ক্রিয়ার সাথে কর্ম সম্বন্ধ
৩. স্বহস্তে - ক্রিয়ার সাথে করণ সম্বন্ধ
৪. দরিদ্র প্রজাদের - ক্রিয়ার সাথে সম্প্রদান সম্পর্ক
৫. রাজভাণ্ডার থেকে - ক্রিয়ার সাথে অপাদান সম্পর্ক
৬. প্রয়াগের মেলায় - ক্রিয়ার সাথে অধিকরণ সম্পর্ক
- কর্তৃকারক
ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক। যেমন- খোকা বই পড়ে।
- কর্ম কারক
ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্ম কারক।
যেমন: ডাক্তার ডাক।
- করণ কারক
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী দ্বারা' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক। যেমন-
নীরা কলম দিয়ে লেখে।
- সম্প্রদান কারক
- অপাদান কারক
যেমন- গাছ থেকে পাতা পড়ে।
- অধিকরণ কারক
যেমন- বাড়িতে কেউ নেই।
অধিকরণ কারক ৩ প্রকারঃ
- আধারাধিকরণঃ বাড়িতে কেউ নেই
- কালাধিকরণঃ বসন্তে কোকিল ডাকে
- ভাবাধিকরণঃ সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়
বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে।
প্রথমাঃ ০, অ, এ (য়), তে, এতে(এক বচন)
রা, এরা, গুলি (গুলো), গণ(বহুবচন)
দ্বিতীয়াঃ ০, অ, কে, রে (এরে), এ, য়, তে(একবচন)
দ্বিতীয়াঃ ০, অ, কে, রে (এরে), এ, য়, তে(একবচন)
দিগে, দিগকে, দিগেরে, *দের(বহুবচন)
তৃতীয়াঃ ০, অ, এ, তে, দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক(একবচন)
দিগের দিয়া, দের দিয়া, দিগকে দ্বারা, দিগ কর্তৃক, গুলির দ্বারা, গুলিকে দিয়ে, *গুলো দিয়ে, গুলি কর্তৃক, *দের দিয়ে(বহুবচন)
চতুর্থীঃ দ্বিতীয়ার মতো দ্বিতীয়ার মতো
পঞ্চমীঃ এ (য়ে, য়), হইতে, *থেকে, *চেয়ে, *হতে(একবচন)
দিগ হইতে, দের হইতে, দিগের চেয়ে, গুলি হইতে, গুলির চেয়ে, *দের হতে, *দের থেকে, *দের চেয়ে(বহুবচন)
ষষ্ঠীঃ র, এর(একবচন)
দিগের, দের, গুলির, গণের, গুলোর(বহুবচন)
সপ্তমীঃ এ (য়), তে, এতে। দিগে, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।


Post a Comment