সত্যজিৎ রায়ঃজন্ম(২ মে ১৯২১ সালে)
মৃত্যু(২৩ এপ্রিল, ১৯৯২)
সত্যজিৎ রায় একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়।এই মহান ব্যক্তি জন্মগ্রহণ করেন ২ মে ১৯২১ সালে কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে।পূর্বপুরুষের ভিটা ছিল বর্তমান কিশোরগন্জ জেলার কটিদায়ী উপজেলার মসূয়া গ্রামে।সত্যজিতের মাত্র তিন বছর বয়সেই বাবা সুকুমারের মৃত্যু ঘটে; মা সুপ্রভা দেবী বহু কষ্টে তাকে বড় করেন। সত্যজিৎ বড় হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি পড়তে যান, যদিও চারুকলার প্রতি সবসময়েই তার দুর্বলতা ছিল।পরে তিনি মায়ের চাপে পড়ে ১৯৪০ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।শান্তিনিকেতনে গিয়ে সত্যজিৎ প্রাচ্যের শিল্পের মর্যাদা উপলব্ধি করতে সক্ষম হন। পরে তিনি স্বীকার করেন যে, সেখানকার বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বিনোদ বিহারি মুখোপাধ্যায়ের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন।নিয়মানুযায়ী বিশ্বভারতীতে সত্যজিতের পাঁচ বছর পড়াশোনা করার কথা থাকলেও তার আগেই ১৯৪৩ সালে তিনি শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় চলে আসেন।মাত্র ৮০ টাকা বেতনের বিনিময়ে “জুনিয়র ভিজুয়ালাইজার” হিসেবে কাজ করেন ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডি জে কিমারে।১৯৪৩ সালের দিকে সত্যজিৎ ডি কে গুপ্তের প্রকাশনা সংস্থা 'সিগনেট প্রেস'-এর সাথে জড়িয়ে পড়েন।এখানে সত্যজিৎ প্রচুর বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেন, যার মধ্যে জিম করবেটের ম্যানইটার্স অব কুমায়ুন ও জওহরলাল নেহেরুর দ্য ডিসকভারি অব ইন্ডিয়া।
চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ বিপুল। তিনি ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র,প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাচালি (১৯৫৫) ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, এর মধ্যে অন্যতম ১৯৫৬ সালে কান চলচিত্র উৎসবে “শ্রেষ্ঠ মানব দলিল” (Best Human Documentary) পুরস্কার। পথের পাঁচালী, অপরাজিতা (১৯৫৬) ও অপুর সংসার (১৯৫৯) – এই তিনটি একত্রে অপু ত্রয়ী নামে পরিচিত, এবং এই চলচ্চিত্র-ত্রয়ী সত্যজিতের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহুল স্বীকৃত। চলচ্চিত্র মাধ্যমে সত্যজিৎ চিত্রনাট্য রচনা , চরিত্রায়ন, সঙ্গীত স্বরলিপি রচনা, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা, শিল্পী-কুশলীদের নামের তালিকা ও প্রচারণাপত্র নকশা করাসহ নানা কাজ করেছেন। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক। বর্ণময় কর্মজীবনে তিনি বহু বার আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন, যার মধ্যে বিখ্যাত হল ১৯৯২ সালে পাওয়া অস্কার, যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন। তিনি এছাড়াও ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১টি গোল্ডেন লায়ন ও ২ টি রৌপ্য ভাল্লুক লাভ করেন।
সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র
- পথের পাঁচালী
- অপরাজিত
- পরশপাথর
- জলসাঘর
- অপুর সংসার
- দেবী
- তিন কন্যা
- পোস্টমাস্টার
- মণিহারা
- সমাপ্তি
- কাঞ্চনজঙ্ঘা
- অভিযান
- মহানগর
- চারুলতা
- টু
- কাপুরুষ ও মহাপুরুষ
- নায়ক
- চিড়িয়াখানা
- গুপী গাইন বাঘা বাইন
- অরণ্যের দিনরাত্রি
- প্রতিদ্বন্দ্বী
- সিক্কিম
- দি ইনার আই
- অশনি সংকেত
- সোনার কেল্লা
- জন অরণ্য
- বালা
- শতরঞ্জ কে খিলাড়ি
- জয় বাবা ফেলুনাথ
- হীরক রাজার দেশে
- ঘরে বাইরে
- সুকুমার রায়
- আগন্তুক
- শাখাপ্রশাখা
- গণশত্রু


Post a Comment