Follow Us

Responsive Advertisement

propelller push

Responsive Advertisement


ছবি সংগ্রহঃইউটিউব


** মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি করে তাকেই প্রত্যয় বলে।

  • নাম প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ান্ত শব্দ
হাত + ল = হাতল
ফুল + এল = ফুলেল 


ক্রিয়া প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ান্ত শব্দ
চল্ + অন্ত = চলন্ত
জম্ + আ = জমা
দোল্+ অন= দোলন
নাচ্+ অন = নাচন


বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায়:


কৃৎ প্রত্যয়ঃ

ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়,তাকে কৃৎ প্রত্যয় বলে।উদাহরণে চলন্ত,জমা ও লিখিত শব্দের যথাক্রমে অন্ত,আ এবং ইত কৃৎ প্রত্যয়।


  • কৃৎ প্রত্যয় ৩ প্রকার । যথা
  1. বাংলা কৃৎ প্রত্যয়
  2. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  3. বিদেশি কৃৎ প্রত্যয়


২.তদ্ধিত প্রত্যয়ঃ

শব্দমূল বা নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে তদ্ধিত প্রত্যয়।যেমন-হাতল,ফুলেল ও মুখর শব্দের যথাক্রমে ল,এল ও র তদ্ধিত প্রত্যয়।

  • তদ্ধিৎ প্রত্যয় আবার তিন প্রকার। যথা:
  1. বাংলা তদ্ধিৎ প্রত্যয়
  2. সংস্কৃত তদ্ধিৎ প্রত্যয়
  3. বিদেশি তদ্ধিৎ প্রত্যয়

http://www.ebookbou.edu.bd/Books/Text/OS/SSC/ssc_2601/11prottoy.pdf


Post a Comment