![]() |
| ছবি সংগ্রহঃইউটিউব |
** মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি করে তাকেই প্রত্যয় বলে।
- নাম প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ান্ত শব্দ
- হাত + ল = হাতল
- ফুল + এল = ফুলেল
- ক্রিয়া প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ান্ত শব্দ
- চল্ + অন্ত = চলন্ত
- জম্ + আ = জমা
- দোল্+ অন= দোলন
- নাচ্+ অন = নাচন
বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায়:
কৃৎ প্রত্যয়ঃ
ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়,তাকে কৃৎ প্রত্যয় বলে।উদাহরণে চলন্ত,জমা ও লিখিত শব্দের যথাক্রমে অন্ত,আ এবং ইত কৃৎ প্রত্যয়।
- কৃৎ প্রত্যয় ৩ প্রকার । যথা
- বাংলা কৃৎ প্রত্যয়
- সংস্কৃত কৃৎ প্রত্যয়
- বিদেশি কৃৎ প্রত্যয়
২.তদ্ধিত প্রত্যয়ঃ
শব্দমূল বা নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে তদ্ধিত প্রত্যয়।যেমন-হাতল,ফুলেল ও মুখর শব্দের যথাক্রমে ল,এল ও র তদ্ধিত প্রত্যয়।
- তদ্ধিৎ প্রত্যয় আবার তিন প্রকার। যথা:
- বাংলা তদ্ধিৎ প্রত্যয়
- সংস্কৃত তদ্ধিৎ প্রত্যয়
- বিদেশি তদ্ধিৎ প্রত্যয়
http://www.ebookbou.edu.bd/Books/Text/OS/SSC/ssc_2601/11prottoy.pdf


Post a Comment