Follow Us

Responsive Advertisement

propelller push

Responsive Advertisement
 মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা,বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব,অনুভূতি ও চিন্তার অপূর্ব বাস্তবায়নের নবরূপকার মাইকেল মধুসূদন দত্তের জীবনী ও সাহিত্যকর্ম জেনে নেই।

Michael Madhusudan Dutt



মাইকেল মধুসূদন দত্তঃ
জন্ম(২৫ জানুয়ারি ১৮২৪)

                                       মৃত্যু(২৯ জুন ১৮৭৩)


মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একাধারে কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়।তার ছদ্মনাম টিমোথি পেনপোয়েম।

মাইকেল মধুসূদন দত্ত ২৫ জানুয়ারি ১৮২৪ সালে যশোরের সাগরদাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্মগ্রহন করেন।তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল।


শিক্ষা ও কর্ম জীবনঃতার মা জাহ্নবী দেবীর কাছেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। মাইকেল মধুসূদন দত্ত রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত হন তার মা জাহ্নবী দেবীর মাধ্যমে।ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তিনি বাংলা, ফারসি ও আরবি পড়েছেন।

যখন মধুসূদনের বয়স ১৩ বছর তখন তিনি কলকাতায় আসেন।সেখানে স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়ার পর তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন।মধুসূদন মেধাবী ছাত্র হওয়ার কারনে খুব তারাতাড়ি অধ্যক্ষ ক্যাপ্টেন ডি. এল. রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন। রিচার্ডসন মধুসূদনের মনে কাব্যপ্রীতি সঞ্চারিত করেছিলেন।

১৮৪৩ সালে মধুসূদন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রী ডিলট্রি। তিনিই তার "মাইকেল" নামকরণ করেন। মধুসূদন "মাইকেল মধুসূদন দত্ত" নামে পরিচিত হন ।তার এই খ্রিষ্টধর্ম গ্রহন করা রাজনারায়ণ দত্ত মেনে নেন নি।রাজনারায়ণ দত্ত তার বিধর্মী পুত্রকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন। খ্রিস্টধর্ম গ্রহণের পর মধুসূদন শিবপুরের বিশপস কলেজে থেকে পড়াশোনা চালিয়ে যান। এখানে তিনি গ্রিক, লাতিন, সংস্কৃত প্রভৃতি ভাষা শিক্ষা করেন।পরে তিনি ভাগ্যান্বেষণে মাদ্রাজে চলে যান।সেখানে তিনি দ্য ক্যাপটিভ লেডি তার প্রথম কাব্যটির রচনা করেন। কবি ও ইংরেজি লেখক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে।অবশেষে ১৮৫৬ সালে মধুসূদন কলকাতায় ফিরে আসেন।


Michael Madhusudan Dutt



সাহিত্য জীবন ও সাহিত্যকর্মঃমূলত নাট্যকার হিসেবেই প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।তিনি ১৮৫৯ খ্রিষ্টাব্দে‘শর্মিষ্ঠা' নাটক রচনা করেন। এটিই বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। 'একেই কি বলে সভ্যতা' এবং 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' নামে দুটি প্রহসন রচনা করেন।১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি পূর্ণাঙ্গ 'পদ্মাবতী' নাটক রচনা করেন।পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন।



সাহিত্যকর্ম>>>

মহাকাব্যঃ
  • মেঘনাদবধ কাব্য


কাব্যঃ
  • তিলোত্তমা সম্ভব
  • দ্য ক্যাপটিভ লেডি
  • ব্রজাঙ্গনা কাব্য




নাটকঃ
  • শর্মিষ্ঠা
  • কৃষ্ণকুমারী
  • পদ্মাবতী
  • মায়াকানন




সনেটঃ
  • চতুর্দশপদী কবিতাবলী

পত্রকাব্যঃ
  • বীরাঙ্গনা 

প্রহসনঃ
  • বুড়ো শালিকের ঘাড়ে রোঁ 
  • একেই কি বলে সভ্যতা 
  • পল্লবের সমকামী যৌন 

অনুবাদ গ্রন্থঃ
  • হেক্টর বধ - (হোমারের ইলিয়াড এর বঙ্গানুবাদ )




মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯ জুন তিনি মৃত্যুবরণ করেন।তাকে কলকাতার সাক‌ুলার রোডে সমাধি দেওয়া হয়।



Tag:

"

Michael Madhusudan Dutt"

"Early life and education"
"Major works"
"Literary life"
"Death"
"Legacy and honours"


References:

  1.  http://www.boloji.com/poetry/articles/013.htm
  2.  আজাদ, হুমায়ুন (২০০৭)। "বাংলা লিটেরেচার ইন দ্য নাইন্টিন্থ সেঞ্চুরি" Bangla Literature in the Nineteenth Century [ঊনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্য]। ইসলাম, সিরাজুল। হিস্ট্রি অব বাংলাদেশ ১৭০৪-১৯৭১: সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি History of Bangladesh 1704-1971: Social and Cultural History [বাংলাদেশের ইতিহাস ১৭০৪-১৯৭১: সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস] (ইংরেজি ভাষায়)।  (৩য় সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৩৯। আইএসবিএন 984 512 337 6।
  3.  এ কাব্যটি শেষ করে যেতে পারেন নি মধুসূদন। এটি অসমাপ্ত থেকে গেছে।
  4.  "সাহিত্য-সন্দর্শন", শ্রীশচন্দ্র দাশ, বর্ণ বিচিত্রা, ঢাকা, ৬ষ্ঠ সংস্করণ, ১৯৯৫, পৃষ্ঠা-৭১
  5.  কথাশিল্প অন্বেষণ-ড.সৌমিত্র শেখর - ১৬৬ পৃ; আইএসবিএন ৯৮৪ ৪০১ ৯০১ x আইএসবিএন বৈধ নয়

Post a Comment