Follow Us

Responsive Advertisement

propelller push

Responsive Advertisement

 ডক্টর মুহম্মদ শহীদুল্লাহঃজন্ম(১০ জুলাই ১৮৮৫)

                   মৃত্যু (১৩ জুলাই ১৯৬৯)



(ছবি সংগ্রহঃway to jannah)



আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালী।


ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ ১০ জুলাই ১৮৮৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি ' চলন্ত শব্দ কল্পদ্রুম ' বলেও পরিচিত ।


শিক্ষা ও কর্মজীবনঃ
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ ১৯০৪ সালে হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯০৬ সালে এইচএসসি পাশ করেন।সিটি কলেজ, কলকাতা থেকে বি.এ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) ডিগ্রি অর্জন করছেন।পড়াশোনা শেষ করার পূর্বেই কিছুকাল তিনি যশোর জেলা স্কুলে  শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।তারপর সীতাকুণ্ড হাইস্কুলে কিছুদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।এরপর তিনি ১৯১৫ থেকে ১৯১৯ সাল পর্যন্ত চব্বিশ পরগণার বসিরহাটে আইন ব্যবসা করেন।১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।১৯৩৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। সেখান থেকে ১৯৪৪ সালে অবসর গ্রহণ করার পর তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন।এছাড়াও তিনি ১৯৫৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগে যোগদান করেন ও ১৯৫৮ সালে অবসর গ্রহণ করেন।


ভাষা আন্দোলনে ভূমিকাঃ

পাকিস্তান প্রতিষ্ঠার পরই দেশের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বাংলা-কে রাষ্ট্র ভাষা করার পক্ষে যে ক-জন ব্যক্তি জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। তার এই ভূমিকাই রাষ্ট্রভাষা আন্দোলনের পথ প্রশস্ত হয়।ভাষাক্ষেত্রে তার অমর অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ঢাকা হলের নাম পরিবর্তন করে শহীদুল্লাহ হল রাখা হয়।


অর্জনঃ
ফ্রান্স সরকার তাকে নাইট অফ দি অর্ডারস অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মানজনক পদক প্রদান করেন।ঢাকা সংস্কৃত পরিষদ তাকে ‘বিদ্যাবাচস্পতি’ উপাধিতে ভূষিত করে। পাকিস্তান আমলে তাকে প্রাইড অফ পারফরম্যান্স পদক প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর ‘ডি. লিট’ উপাধি দেয় এবং ১৯৮০ সালে মরণোত্তর বাংলাদেশের স্বাধীনতা পদক দেওয়া হয়।

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ১৯৬৯ সালের ১৩ জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন।তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশে সমাহিত করা হয়।


সাহিত্যেকর্মঃ

  • বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
  • মহররম শরীফ
  • টেইল ফ্রম দি কুরআন
  • বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড)
  • বাংলা ভাষার ব্যাকরণ
  • ব্যাকরণ পরিচয়
  • ভাষা ও সাহিত্য
  • বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত
  • দীওয়ানে হাফিজ
  • বিদ্যাপতি শতক
  • Buddhist Mystic Songs 
  • Buddhist Mystic Songs প্রভৃতি 

  • (তথ্য সংগ্রহঃ উইকিপিডিয়া) 


    Post a Comment